সোমবার (২০ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।
এএসআই ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলার কলাতলীরচর পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রায় ঘোষণার সময় ঈশা খান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, ২০১৭ সালে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার মেয়ে শাহনাজ আফরোজকে বিয়ে করেন ঈশা। বিয়ের সময় তাকে আড়াই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করেন তিনি। এতে তার স্ত্রীর গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তার স্ত্রী।







0 comments:
Post a Comment